আইপিএলে পঞ্জাব কিংস মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্সের, হেড টু হেড রেকর্ড ও পরিসংখ্যানে কে এগিয়ে

কলকাতা, ১৮ এপ্রিল (হি.স.) : মোহালির মুলানপুর স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে পঞ্জাব কিংসের। এই ম্যাচ এর আগে রাজস্থান রয়্যালস দলের সঙ্গে খেলে ছিল পঞ্জাব কিংস। সেই ম্যাচে পিবিকেএস তিন উইকেটে হেরেছে।

ম্যাচের আগে জেনে নিন হেড-টু-হেড রেকর্ড ও পরিসংখ্যান।

আইপিএলে পিবিকেএস বনাম এমআই হেড-টু-হেড রেকর্ড:

**ম্যাচ হয়েছে : ৩১টি

**মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে : ১৬টি।

**পঞ্জাব কিংস জিতেছে : ১৫টি।

**শেষ ফলাফল: মুম্বই ইন্ডিয়ান্স ৬ উইকেটে জিতেছে (২০২৩)।

মুলানপুরে আইপিএলে পিবিকেএস বনাম এমআই হেড-টু-হেড রেকর্ড:

**খেলা হয়েছে : ৯টি

**মুম্বই জিতেছে: ৫টি

**পঞ্জাব জিতেছে: ৪টি

**নিরপেক্ষ ভেন্যুতে (বিদেশী ভেন্যু সহ): ১২টি খেলেছে, প্রতিটি দল ৬টি ম্যাচ জিতেছে।

মোল্লানপুর স্টেডিয়ামে আইপিএলে পিবিকেএস সার্বিক রেকর্ড:

**খেলা হয়েছে : ৩টি

**পঞ্জাব জিতেছে: ১টি

**পঞ্জাব হারিয়েছে: ২টি

**শেষ ফলাফল: রাজস্থান রয়্যালসের কাছে ৩ উইকেটে হেরেছে।

**পঞ্জাব সর্বনিম্ন স্কোর: ১৪৭/৮(২০) বনাম রাজস্থান রয়্যালস।

**পঞ্জাব সর্বোচ্চ স্কোর: ১৮০/৬(২০) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (২০২৪)।