মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.): নির্বাচনে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে। এবারের লোকসভা নির্বাচনে তিনি বারামতী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার সুপ্রিয়া সুলে তাঁর মনোনয়নপত্র জমা দেন। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ার বারামতী থেকে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন।
তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমার কাজ এবং আমার যোগ্যতা দেখে আমি আত্মবিশ্বাসী যে বারামতীর জনসাধারণ অবশ্যই আমার পাশে থাকবেন, এটা আমার বিশ্বাস রয়েছে। তিনি আরও বলেন, এই নির্বাচনী এলাকার সবচেয়ে বড় সমস্যা জলের। তাই আমি মনে করি প্রশাসনের এখন এই জলের সমস্যার দিকে আরও নজর দেওয়া উচিত।