নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই প্রার্থী তালিকায় মহারাষ্ট্রের একটি লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার রত্নাগিরি-সিন্ধুদুর্গ আসন থেকে লড়বেন নারায়ণ রানে।
রত্নাগিরি-সিন্ধুদুর্গ আসনে বিনায়ক রাউতের মুখোমুখি হবেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। বিনায়ক এই আসনের বর্তমান সাংসদ। শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) আবারও তাঁকে এই আসনে প্রার্থী করেছে। এখনও পর্যন্ত বিজেপি এই আসন থেকে নির্বাচনে লড়েনি। ২০০৯ সালে কংগ্রেসের টিকিটে এই আসনে জিতেছিলেন রানের ছেলে নীলেশ রানে।