আগরতলা, ১৮ এপ্রিল: বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষকের।ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ওই কৃষককে মৃত বলে ঘোষণা করেন।ওই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের পরিবারের জনৈক সদ্যস জানিয়েছেন, আজ সকালে গরু চড়াতে গিয়ে তেলিয়ামুড়া চামপ্লাই গ্রামের বাসিন্দা বিষাম্বর বৈশ্য (৫২)। এদিন হঠাৎ বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়।আচমকাই বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকেঁ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।