”আপ কা রামরাজ্য”: রামনবমীতে ওয়েবসাইট উদ্বোধন আম আদমি পার্টির

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি. স.) : নির্বাচনী আবহে বুধবার রাম নবমীর দিন ”আপ কা রামরাজ্য” নামে ওয়েবসাইট প্রকাশ করল আম আদমি পার্টি।

এদিন আপ নেতা সঞ্জয় সিং সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তাঁদের দলনেতা কেজরিওয়াল দিল্লিবাসীর জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিনামূল্যে জল, বিদ্যুৎ এবং মহিলাদের জন্য বিনামূল্যে বাসে পরিভ্রমণের ব্যবস্থা করেছেন। এটাই রাম রাজ্যের প্রকৃত উদাহরণ। সঞ্জয় সিং আরও বলেন, এটাই প্রথম রাম নবমী, যখন কেজরিওয়াল আপ কর্মী-সমর্থকদের মধ্যে নেই।