আগরতলা, ১৬ এপ্রিল : বিগত বছরের ন্যায় এবছরও সমস্ত শাস্ত্রীয় বিধি মেনে আগরতলার আনন্দময়ী আশ্রমে সম্পন্ন হয়েছে কুমারী পূজা।
প্রসঙ্গত, বাসন্তী পূজোর দ্বিতীয় দিনে মহা অষ্টমী তিথিতে আনন্দময়ী আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। কুমারী পূজাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই মন্দিরে ভক্ত প্রাণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়।
পুরোহিত বীরেন্দ্র ভট্টাচার্য জানিয়েছেন, প্রতি বছরই মহা অষ্টমী তিথিতে আনন্দময়ী আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর তৃষা চক্রবর্তী নামে ৯ বছর বয়সি বালিকাকে কুমারী মা হিসেবে পুজো করা হয়। রামনগর এলাকার বাসিন্দা তৃষা চক্রবর্তী মায়ের আসনে অধিষ্ঠিত করে শ্রদ্ধা ভরে পূজা করা হয়।