আগরতলা, ১৫ এপ্রিল : অত্যাবশ্যকীয় পরিষেবার সাথে যুক্তদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। আজ আগরতলা শিশু বিহার স্কুলে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন।পরিদর্শনে গিয়ে একথা জানালেন রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরার জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার।
এদিন তিনি বলেন, অত্যাবশ্যকীয় পরিষেবার সাথে যারা যুক্ত রয়েছেন আবেদনের ভিত্তিতে তাঁরা আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ মোট ৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।এর মধ্যে বেশিরভাগই রয়েছেন সাংবাদিক।