ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় ইউনাইটেড ফ্রেন্ডস এর। তাও ইউনাইটেড বিএসটিকে ১০০ রানের ব্যবধানে হারিয়ে। প্রিন্স রানার বিধ্বংসী বোলিং দীর্ঘদিন দলের খেলোয়াড়রা মনে রাখবেন। এই জয়ের সুবাদে ইউনাইটেড ফ্রেন্ডস সেমিফাইনালে প্রবেশ করেছে। বিজিত ইউনাইটেড বিএসটি নকআউট হয়ে গেল টুর্নামেন্ট থেকে। টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ১০০ রানে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সকাল সাড়ে আটটায় এমবিবি স্টেডিয়ামে ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিশাল ঘোষের ৪৫ রান এবং তেজস্বী জয়সোয়ালের ৪৩ রান উল্লেখযোগ্য। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড বিএসটি ৮১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রাজিত সর্বাধিক ৩৫ রান পায়। ইউনাইটেড ফ্রেন্ডস-এর প্রিন্স রানা এক রানে ৫ উইকেট তুলে নিয়ে দারুণ পারফরম্যান্স করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া অভিজিৎ সরকার পেয়েছে ২৫ রানে চারটি উইকেট। ইউনাইটেড বিএসটি-র ঔংকার তারমালে তিনটি উইকেট পেয়েছিল।