আগরতলা, ১৫ এপ্রিল : প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনে গিয়ে ভোট চাইলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার।পাশাপাশি এদিন তিনি মন্ত্রী সুশান্ত চৌধুরীর সরকারি বাসভবনেও গিয়েছিলেন।
ভোর প্রচারে বের হয়ে দীপক মজুমদার বলেন, প্রচারে বের হয়ে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। মানুষের উৎসাহ থেকে বোঝা যাচ্ছে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। রামনগর এলাকার উন্নয়নের স্বার্থে জনগণের কাছের ভোটের আহ্বান জানিয়েছেন।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রামনগর বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের অপূর্ন কাজ সম্পন্ন করবেন মেয়র দীপক মজুমদার। বিগত দিনে কখনও প্রয়াত সুরজিৎ দত্ত সিপিএমের সাথে কোনো আপোষ করেন নি।কিন্তু আজ সিপিএম ও কংগ্রেসের আঁতাত হয়েছে। তা কখনো রামনগরবাসী মেনে নেবেন না। তাই উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার।