আধুনিক ভারতের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা স্বনির্ভর ভারত প্রতিষ্ঠা করছি : পুষ্কর সিং ধামি

মুসৌরি, ১৫ এপ্রিল (হি.স.) : আধুনিক ভারতের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা স্বনির্ভর ভারত প্রতিষ্ঠা করছি, এই মন্তব্য করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি সোমবার উত্তরাখণ্ডের মুসৌরিতে একটি নির্বাচনী জনসভায় একথা বলেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোমবার মুসৌরির জনসভা থেকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা নতুন নতুন বিকাশ ও অগ্রগতি করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আধুনিক ভারতের পাশাপাশি আত্মনির্ভর ভারত তৈরি হয়েছে। গত ১০ বছর প্রধানমন্ত্রী একটা দিনও না থেমে দেশবাসীর জন্য কাজ করে যাচ্ছেন। ধামি আরও বলেন, রবিবার বিজেপির ইস্তেহার প্রকাশিত হয়েছে সেখানে দরিদ্র থেকে শুরু করে দলিত শ্রেণী, সবস্তরের মানুষদের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ রয়েছে। ২০২২ সালের উত্তরাখণ্ড নির্বাচনে, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সরকার গঠনের পরে প্রথম সিদ্ধান্তটি হবে ইউসিসি বিল আনা এবং আমরা তা করে দেখিয়েছি।