এক কুখ্যাত নেশা কারবারি পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল: রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বড়জোস এলাকায় নিজ বাড়ি থেকে ২ কিলোমিটার ধাওয়া করে বামুটিয়ার এক অন্যতম নেশা কারবারি নিখিল সরকার উরফে জুলুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বামুটিয়া ফাঁড়ির পুলিশ।

জানা যায় আজ থেকে প্রায় এক বছর আগে তৎকালীন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, বামুটিয়া ফাঁড়ির ওসি সঞ্জয় দেববর্মা জুলুর বড়জোস স্থিত বাড়িতে নেশা বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ফেনসিডিল,গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। তখন থেকে পালিয়ে ছিল নেশাকারবারি জুলু তখন পুলিশ এনডিপিএস আইন অনুযায়ী একটি নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে এবং তাকে খুঁজতে থাকে।

রবিবার গোপন সংবাদের  জুলুর বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার ধাওয়া করে তাকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ এবং আজ তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানা যায়।এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর শান্তি রঞ্জন দেবনাথ।