অযোধ্যা, ১৪ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দিরে ১৫ থেকে ১৮ এপ্রিল কোনও ভিআইপিকে আলাদা করে দর্শন করানো হবে না। রাম নবমীতে শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার ভিআইপি দর্শন সম্ভব হবে না। সেজন্য শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রামলালার ভিআইপি দর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এই সময়ের মধ্যে যেকোনও ধরনের ভিআইপি দর্শন এবং আগে থেকে তৈরি ভিআইপি পাস নিষিদ্ধ করা হয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রবিবার এই নির্দেশিকা জারি করেছে।
আগামী ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত যেকোনও ধরনের ভিআইপি দর্শন ও ভিআইপি পাসের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এই সময়ের মধ্যে ভক্তরা সুগম দর্শন পাস এবং আরতি পাস ব্যবহার করতে পারবেন না। ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিলের মধ্যে অনলাইনে করা পাস বাতিল করা হয়েছে। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই রাম লালার জন্মবার্ষিকী উপলক্ষে মোবাইল ফোন নিয়ে রাম জন্মভূমিতে না আসার জন্য জনগণকে আবেদন করেছেন।