আইজল, ১৪ এপ্রিল (হি.স.) : মিজোরামে পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ২.২৭ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস। হেরোইন পাচারে জডিত অভিযোগে তিনজনকে পাকড়াও করা হয়েছে।
আজ রবিবার আসাম রাইফেলস কৰ্তৃপক্ষ এক প্ৰেস বাৰ্তায় এ খবর দিয়ে জানান, নিৰ্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাজ্যের রাজধানী আইজল সহ সংলগ্ন তিন স্থানে মাদক বিরোধী আভিযানে এই সাফল্য এসেছে। অভিযানে স্পেশাল নারকটিক পুলিশ স্টেশনের সহযোগিতা নেওয়া হয়েছিল। যৌথ বাহিনীর অভিযানে ৩২৫.৩ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। মাদকদ্রব্যগুলি ২৭টি সাবান কেসে করে পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের।