জলপাইগুড়ি, ১৩ এপ্রিল (হি.স.) : ‘‘আপনারা বলছেন বাংলাকে টাকা দেবেন না। তাহলে আমাদের থেকেও টাকা নেবেন না। কেন বাংলা থেকে টাকা নিয়ে যান?’’ শনিবার এই ভাষায় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত পাঁচ বছরে কেন্দ্র বাংলা থেকে জিএসটি বাবদ ৬,৮০,০০০ কোটি টাকা নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মোদী এবং শাহকে একযোগে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনের পর সবাইকে বেছে বেছে জেলে ভরব। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ‘লটকা দেঙ্গে’। বাংলায় এসব হয় না। গুজরাট, উত্তরপ্রদেশে হতে পারে। বাংলা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’ এদিন কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, ‘কেন বাংলায় টিম পাঠাচ্ছেন? কিছুই তো পাননি? কেন বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছেন। আগে ভাবতাম জিএসটি হলে আমাদের লাভ হবে। সাহস থাকলে গুজরাটের একশো দিনের রিপোর্ট পেশ করুন। চোরের মায়ের বড় গলা। বিজেপিকে বাংলা চৈত্র সংক্রান্তি করব।’
জলপাইগুড়িতে গিয়ে সন্দেশখালিকাণ্ড নিয়ে মমতা বলেন, ‘‘ভোটের আগে একটা ছোট্ট ‘সন্দেশ’ পেয়েছিল। ওখানে কোনও খুনও হয়নি। যা হয়েছিল, মিটিয়ে দিয়েছি। সব ফিরিয়ে দিয়েছি। আমাদের লোককে গ্রেফতার করেছি। কিন্তু, বিলকিস বানুর ঘটনায় কেন অপরাধীকে ছাড়়া হল! কেন হাথরাসের সময় আপনাকে দেখা যায়নি। মণিপুরে যখন মহিলাদের উপর অত্যাচার হচ্ছিল তখন কোথায় ছিলেন?’
বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডে বাংলা থেকে দু’জনকে গ্রেফতার প্রসঙ্গে মমতা বলেন, ‘‘বেঙ্গালুরুতে একটা ঘটনা ঘটল। ওরা বলল বাংলা নিরাপদ নয়। ভুলে গেছে, বেঙ্গালুরু আলাদা, বাংলা আলাদা। ওদের বাড়ি কর্নাটকে। দু’ঘণ্টার জন্য মেদিনীপুরে লুকিয়ে ছিল। আমাদের পুলিশ খুঁজে দিয়েছে।’’
বালুরঘাটে অমিত শাহের সভাকে কটাক্ষ করে এদিন মমতা বলেন, ‘‘মুসলিম, রাজবংশী, হিন্দু, তফসিলি, আদিবাসী, খ্রিস্টানদের বিয়ের নানা পদ্ধতি আছে। কোনও ঐতিহ্য থাকবে না। সব কেড়ে নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেই গেলেন, সবাইকে লটকে দেবেন।’’

