নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ এপ্রিল: পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন এলাকাবাসীরা। বিলোনীয়া পুর পরিষদের সাতমুড়া এলাকার ৬ নং ওয়ার্ড গত তিনদিন ধরে জল নেই। তীব্র দাবদাহে প্রাণ উষ্ঠাগত অবস্থা। এরই মধ্যে গত তিনদিন জল নেই বিস্তির্ন এলাকায়।
স্থানীয় কাউন্সিলার থেকে পানীয় জল বিভাগ এমনকি শাসকদলের নেতাদের জানানোর পরেও জল না পেয়ে শুক্রবার দুপুর ২.৩০টা থেকে খালি বালতি, কলসী নিয়ে সাতমুড়া রেল স্টেশন সড়ক অবরোধে বসে মহিলারা। দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা ধরে পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ চললেও হদিশ নেই কাউন্সিলার থেকে বিলোনীয়া পুর পরিষদ প্রধান এমনকি জল সম্পদ দপ্তরের।
অবশেষে দীর্ঘ প্রায় চার ঘন্টা শহরের রাস্তা অবরোধ থাকার পর বিলোনীয়া পুরপরিষদের আধিকারিক ঘটনাস্থলে গিয়ে অবরোধকারিদের সাথে কথা বলেন। জলের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে স্থানীয় মানুষ।