লখনউ, ১২ এপ্রিল (হি. স.) : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৈশাখী উপলক্ষে রাজ্যের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বৈশাখী উৎসব আমাদের গৌরবময় ঐতিহ্য ও সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক।
নতুন ফসল তোলার সঙ্গে যুক্ত এই উৎসব আমাদের দেশের কৃষি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলনও বটে। বৈশাখীর দিনে, দশম শিখ ধর্মগুরু গুরু গোবিন্দ সিং খালসা পন্থ প্রতিষ্ঠা করেন। এই দিনটি ভারতের বিভিন্ন অঞ্চলে নানা উত্সবের আকারে পালিত হয়। এই উৎসবই নববর্ষের আগমনের প্রতীক। আনন্দের উৎসব বৈশাখী সবার জীবনে সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক এই কামনা করেছেন মুখ্যমন্ত্রী।