Eid Ul Fitr : ঈদের আনন্দে সামিল মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১১ এপ্রিল : মুসলমানদের প্রধান উৎসব ঈদ-উল-ফিতর।ঈদের আনন্দে সামিল হয়েছেন আগরতলা পুর নিগমের নিগমের মেয়র তথা রামনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার।আজ তিনি শুভেচ্ছা জানাতে রামনগরের বিভিন্ন মসজিদে গিয়েছেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান ঈদ উৎসবের অপেক্ষায় থাকেন। আজ পরিবার-প্রিয়জনদের নিয়ে একসঙ্গে আনন্দ করার দিন। মিষ্টিমুখে নতুন জামা পরে ঈদ উদযাপন করা হয় এই দিনে।

এদিন তিনি আরও বলেন ,রমজান শেষ করে ইদের চাঁদ খুশির বার্তা নিয়ে আসে মুসলমান পরিবারে।পবিত্র ঈদ-উল-ফিতরে সকল মুসলিম ধর্মাবলম্বী জনগণের মঙ্গল কামনা করেছেন তিনি।