নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: দীর্ঘদিন ধরে লালজুরী কানাডা ব্যাঙ্ক কর্মীদের উপর অতিষ্ঠ স্থানীয় এসএসজি গ্রুপের মহিলা সদস্যরা ঋণ না পেয়ে ব্যাংকে তালা ঝুলালো। এদিন দুপুর ১২টা নাগাদ ব্যাংক কর্মীদের ব্যাংকে রেখেই তালা বন্ধ করে ৮টি এসএসজি গ্রুপের মহিলা সদস্যরা।
এই ঘটনার খবর পেয়েই স্থানীয় লালজুরী ব্লকের প্রাক্তন বিএসসি চেয়ারম্যান ও বর্তমান বিএসসি চেয়ারম্যান তড়িঘড়ি ব্যাংকে ছুটে আসেন। তারা ব্যাংক কর্তৃপক্ষ এবং মহিলাদের সঙ্গে কথা বলেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ প্রশাসনের কর্মীরা। এই ঘটনাকে নিরসনে আনতে উপস্থিত হন লালজুরী আর ডি ব্লকের ভিডিও সৌরভ আলম।
দীর্ঘ আলোচনার পর ব্যাংক কর্মীরা জানান, আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ৮টি এসএইচজি গ্রুপের এর ঋণ পরিষেবা দেবে লালজুরী ক্যানাডা ব্যাংক কর্তৃপক্ষ। এই উৎসাহ পেয়ে দীর্ঘ দুই ঘন্টা পর তালা খুলে দেয় এস এস জি গ্রুপের সদস্যরা। এছাড়াও অভিযোগ রয়েছে স্থানীয় ব্যাংকের বৃদ্ধ গ্রাহক সহ একাধিক গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন লালজুরী কানাডা ব্যাংক কর্তৃপক্ষ।

