ইটানগর, ১০ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশ বিধানসভা ও লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, অসমের পরিষদীয় মন্ত্রী অশোক সিংঘলদের পাশে নিয়ে বিজেপির ইস্তাহার প্ৰকাশ করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
আজই সকালে ‘সূর্যোদয়ের দেশ’ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ডনি পোলো (হলঙ্গি) বিমানবন্দরে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু দলের জাতীয় সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
বিজেপি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা দইমুখে আয়োজিত ‘বিকাশিত ভারত বিকশিত অরুণাচল প্রদেশ’ শীৰ্ষক বিশাল নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছেন।