আসানসোল কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি

কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবশেষে আসানসোল কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। প্রাক্তন সাংসদ এসএস আহলুওয়ালিয়াকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।

ভোটের ১ মাস ৩ দিন আগে আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ২০১৪ সালেও তিনি ভোটে জয়ী হয়েছিলেন। সেই বার বাংলা থেকে দুটি আসন পেয়েছিল বিজেপি। এসএস আহলুওয়ালিয়া এবং বাবুল সুপ্রিয় জয়ী হয়েছিলেন।

২০১৯ সালে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। তিনি ওই অঞ্চলের ভূমিপুত্র এবং এলাকার জামাই। সেবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এই পরিচয় নিয়েই ভোটারদের থেকে ভোট প্রার্থনা করেছিলেন সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। একদম শেষ মুহূর্তে টিকিট পেলেও দার্জিলিং ছেড়ে নতুন কেন্দ্রে জয় পান তিনি।