টানা দ্বিতীয় জয় উদয়পুরের শান্তির বাজারের অমরপুর জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা দ্বিতীয় জয় উদয়পুরের। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে ডি গ্রুপের অপর খেলায় শান্তিরবাজার ছয় উইকেটের ব্যবধানে জয়ে ফিরেছে অমরপুর কে হারিয়ে। বাইখোরা স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস দিতে বিলোনিয়া প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪০.২ ওভারে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে উদয়পুর ৩০.১ ওভার খেলে একটি মাত্র উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিজয়ী দলের পক্ষে সোমদেব শীল বলে-ব্যাটে দুর্দান্ত খেলে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব পায়। এছাড়া, শ্রীমন দেবনাথ এর ৪৯ রান সানি সাহার ৪০ রান এবং সুপ্রতিম দেবনাথ এর তিনটি উইকেট এবং , দাস ২টি পেয়েছে।

উদয়পুরের কেবিআই গ্রাউন্ডে গ্রুপের অপর খেলায় টস জিতে অমরপুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪১.১ ওভারে ১০৭ রানে ইনিংস শেষ করে নেয়। জবাবে শান্তিরবাজার ২৩.৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের আমন দেবনাথ ১৬ রানে ৫ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পায়। ‌ অমরপুরের রাজদীপ সাহা ৪০ রান সংগ্রহ করে কিছুটা নজর কেড়েছে।