ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৫ রাজ্য ভিত্তিক ক্রিকেটে জয় দিয়ে যাত্রা শুরু করলো তেলিয়ামুড়া দল। তেলিয়ামুড়ায় ভগৎ সিং মিনি স্টেডিয়ামে সোমবার তেলিয়ামুড়া দল ৫ রানের ব্যবধানে হারিয়ে দিলো খোয়াই কে। টস জিতে তেলিয়ামুড়া দল প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২০৭ রান, সীমিত ৪৫ ওভারে নয় উইকেট এর বিনিময়ে। ব্যাটে হৃদয় জিৎ সাহার ৮০ রান এবং স্বরূপ মজুমদারের ২৮ ও পৃথ্বীরাজ গ্রুপের ২৪ রান উল্লেখযোগ্য। খোয়াইয়ের প্রলয় দেবনাথ, শুভদীপ পাল, শুভজিৎ রুদ্রপাল এবং শুভজিৎ পাল প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে খোয়াই শুরু থেকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং খেলার মধ্য দিয়ে এগিয়ে গেলেও নয় উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করতেই ৪৫ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে শুভজিৎ পাল ৮৭ এবং অধিনায়ক পাপন আচার্য ৫১ রানের পর অনীকেত মোদক ২৮ রান পেলেও অন্যরা আরও একটু রান সংগ্রহ করতে পারলেই শেষ রক্ষা হয়ে যেত। তেলিয়ামুড়া ওংকার মল্লিক ১৫ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে খোয়াইকে আটকে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া পৃথ্বীরাজ পেয়েছে দুটি উইকেট।
সমর রুদ্রপাল ২৭, প্রসেনজিৎ চক্রবর্তী ২১, রাজবীর সিং ২৮ রান করে। অতিরিক্ত থেকে আসে ১১ রান। বলে সদর বি দলের পক্ষে শুভ দাস ৪টি, সন্দীপন দাস ২টি এবং একটি করে উইকেট নেয় তুহীন দেবনাথ, দীপ জয় গুরু বিশ্বাস, দিগ্বিজয় দেববর্মারা। পাল্টা খেলতে নেমে সদর বি দল ১৮.৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় । বিজয়ী দলের পক্ষে আরিয়ান কুমার সিং ৪৩ রানে নট আউট থাকে। এছাড়া সৌম্যজিত সরকার ২৭, ময়ুখ চৌধুরী ১৩ রান করে। সুবাদে অনায়াসেই জয় হাসিল করে নিলো সদর বি দল। ১৮ রানে চারটি উইকেট দখলের সৌজন্যে সদর বি-র শুভ দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।