নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল: লোকসভা নির্বাচনে দুটি কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থীকে জয়ী করতে প্রচারে ঝড় তুলছে শাসক দল বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এলাকার বিধায়ক মন্ত্রী প্রত্যেকেই প্রতিদিন উৎসবের মেজাজে প্রচারে অংশগ্রহণ করছেন। এবারে বিজেপি প্রার্থীকে আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী করার দাবিতে প্রচারে নামলেন আইনজীবীরা। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপির লিগ্যাল সেলের পক্ষ থেকে এক রেলির আয়োজন করা হয়। এদিন আইনজীবী সুবল ভূমিকে নেতৃত্বে আইনজীবীদের এই রেলি আদালত চত্বর থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এদিন সুবল ভৌমিক রাজ্য উন্নয়নের লক্ষ্যে পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জয়ী করার আহ্বান জানান।