নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সোমবার পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব জারিতা লাইটপ্ল্যাঙ। তিনি জানান, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কয়েকবার কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করেছেন রিটার্নিং অফিসারের সঙ্গে। মূলত শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এদিন দাবি জানানো হয়েছে কংগ্রেসের তরফে। এ বিষয়ে রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার জরুরী সমস্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।
এদিকে একই দিনে সিপিআইএমের নেতৃত্বরাও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডা: বিশাল কুমারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন। এরপরই পশ্চিম সাংবাদিক সম্মেলন করে এবিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন পশ্চিম জেলার সিপিআইএম ভারপ্রাপ্ত সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ সদর সিপিএম সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যান্যরা।
শংকর প্রসাদ দত্ত এদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ তুলেছেন। এদিকে তিনি এই ঘটনায় বিজেপিকেই দায়ী করেছেন। তিনি বলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রে যেখানে ই বামেদের প্রচার সজ্জা লাগানো হচ্ছে, সেখান থেকেই এ প্রচারসজ্জাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বারবার লিখিত অভিযোগ জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এছাড়াও দলীয় কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন ও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তবে প্রশাসনের ভূমিকায় এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শংকর প্রসাদ দত্ত।
ফলে এদিন রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে যাবতীয় ঘটনাবলী খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানিয়েছেন সিপিআইএম নেতৃত্বরা।