নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি. স.) : এএপি বিধায়ক দুর্গেশ পাঠককে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট তলব করেছে৷ এনিয়ে সোমবার প্রতিক্রিয়া জানিয়েছেন এএপি নেত্রী অতিশী৷ তিনি এদিন সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার থেকে এএপি–কে বিরত করার জন্যই এএপি বিধায়ক দুর্গেশ পাঠককে তলব করেছে৷ এটা ভারতীয় জনতা পার্টির একটি ষড়যন্ত্র। ইডি বিজেপির একটি রাজনৈতিক জোট হয়ে উঠেছে, বলেও তিনি এদিন ইডির বিরুদ্ধে আক্রমণ করেন। এএপি নেত্রী অতিশী এদিন আরও বলেন, বিজেপি যে কোনও মূল্যে এএপি নেতাদের প্রচার থেকে বিরত রাখতে চায়৷ সেইজন্যই এএপি দলের নেতা, বিধায়কদের তলব করা হচ্ছে৷
উল্লেখ্য, এএপি বিধায়ক দুর্গেশ পাঠক এদিন দিল্লির ইডি কার্যালয়ে যান৷ তাঁকে দিল্লির আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট তলব করেছিল৷

