নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার নাড্ডা বলেছেন, “জনগণের দ্বারা বারবার প্রত্যাখ্যান হওয়া সত্ত্বেও তোষণের রাজনীতি ছাড়ছে না কংগ্রেস।” বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন, “কংগ্রেসকে জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে, তবুও তাঁরা তোষণের রাজনীতি ছাড়ছে না। কংগ্রেসের ইস্তেহারের দিকে তাকিয়ে আমি অবাক হয়েছি, এটা কি তাঁদের নিজস্ব ইস্তেহার নাকি মুসলিম লীগের?…কংগ্রেসকে নিজস্ব অবস্থান স্পষ্ট করতে হবে – তাঁরা তোষণের রাজনীতি করছেন এবং নিজেদের ইস্তেহারে সংরক্ষণের বিষয় উল্লেখ করেছেন।”
2024-04-08