নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল: রাজ্যের দুটি কেন্দ্রে লোকসভা নির্বাচনের পাশাপাশি ৭রামনগর বিধানসভা কেন্দ্রতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার প্রস্তুতিও চলছে জোর কদমে। রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী দীপক কুমার মজুমদারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে রেলি সংঘটিত করেছে যুব মোর্চা। রেলিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থক সহ এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
রবিবার সকালে ভারতীয় জনতা পার্টির ৭রামনগর মন্ডলে যুব মোর্চার পক্ষ থেকে বাইক র্যালির আয়োজন করা হয়। এই বাইক র্যালি থেকে এলাকার বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানানো হয়।
উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী সহ যুব মোর্চা রাজ্য সভাপতি সুশান্ত দেব। হুডখোলা গাড়ি দিয়ে মনোনীত প্রার্থী ও যুব মোর্চার সভাপতি বিভিন্ন পথ পরিক্রমা করেন। রাজধানীর আখাউড়া রোড স্থিত ৩৫ নং ওয়ার্ড থেকে শুরু হয় বাইক র্যালি। এদিন বাইক র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে।
বাইক র্যালিতে উপস্থিত প্রার্থী দীপক মজুমদার বলেন, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সহ লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জয়যুক্ত করার জন্য জনগণের কাছে সমর্থন চাওয়া হয়। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া প্রত্যক্ষ করা যাচ্ছে বলে জানান তিনি।

