কলকাতা, ০৭ এপ্রিল (হি.স): গতকাল ভূপতি নগরের ঘটনা স্বরযন্ত্র। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। রবিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র কুণাল ঘোষ ও মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একযোগে এই অভিযোগ করেন। কুণাল ঘোষ বলেন, এনআইএ এসপি ধনরাম সিং কে টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে। সেই কাজ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী। তিনি গত ছয় তারিখ এনআইএ এসপি ধনরাম সিং এর বাড়িতে গিয়েছিলেন। সেখানে তিওয়ারি মেয়ের বাড়ির ঠিকানা নথিভুক্ত করেছিলেন। তার হাতে একটি প্যাকেট ছিল সেখানে টাকা থাকতে পারে। এর পরেই ভূপতি নগরে এই ঘটনা। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য জানান অবিলম্বে ওই এন আই এ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি ওসি বদল হতে পরে তবে তাকেও বদলি করতে হবে। এবিষয়ে দিল্লিতে কমিশনের কাছে এক প্রতিনিধি দল অভিযোগ জানাতে যাবে শীঘ্রই। হোম মিনিস্ট্রি সরসরি জড়িত এই কাণ্ডের সঙ্গে তাদের মদতে এই কাজ চলছে।