নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি. স.): ফের একবার রাহুল গান্ধীকে নিশানা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কিছুদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আইপিএল ও ম্যাচ ফিক্সিংয়ের প্রসঙ্গ তুলতে গিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন। এবার কংগ্রেস নেতাকে সেরা ফিনিশারের আখ্যা দিয়ে খোঁচা দিলেন রাজনাথ সিং। রাহুল গান্ধীকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন তিনি।
রাজনাথ সিং বলেন, যেভাবে এম এস ধোনি খেলার মাঠের সেরা ফিনিশার, ঠিক তেমনই রাহুল গান্ধী রাজনীতির সেরা ফিনিশার। কংগ্রেসকে ফিনিশ করবে রাহুলই। এই কারণেই প্রচুর নেতারা কংগ্রেসকে ছেড়ে চলে গিয়েছে এবং আগামীদিনেও এই ঘটনা চলবে।
কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে রাজনাথ সিং বলেন, কংগ্রেসের সঙ্গে দুর্নীতির সরাসরি যোগাযোগ রয়েছে। ভারতের রাজনীতিকে কংগ্রেস একসময় নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন দু-তিনটি ছোটো রাজ্যেই রয়ে গিয়েছে।