ধূপগুড়ির সভা থেকে ঝড়ে মৃত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা নরেন্দ্র মোদীর

ধূপগুড়ি, ৭ এপ্রিল (হি. স.): জলপাইগুড়ির সভা থেকে ঝড়ে মৃতদের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধূপগুড়ির সভায় বক্তব্যের শুরুতেই ঝড়ে মৃতদের পাশাপাশি যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের প্রতিও সমবেদনা জানান মোদী।

উল্লেখ্য, গত রবিবার জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার একাংশে ব্যাপক ঝড় হয়। ঝড়ে ক্ষয়ক্ষতিও হয় প্রচুর। মৃত্যু হয় ৪ জনের। আহত হয়েছেন বহু। ভেঙে পড়ে অনেক বাড়ি। প্রধানমন্ত্রী এর আগে এই নিয়ে এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়েছিলেন। আজ সভা থেকেও সমবেদনা জানালেন তাঁদের প্রতি।