ধূপগুড়ির সভা থেকে তৃণমূলের জামানাত জব্দ করার ডাক মোদীর

ধূপগুড়ি, ৭ এপ্রিল (হি. স.): জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে বাংলায় সব বুথে তৃণমূলের জামানত জব্দ করার ডাক দিলেন নরেন্দ্র মোদী। সভায় প্রধানমন্ত্রী বলেন, টিএমসি-র লোকেরা ধরে নিয়েছে তারাই শেষ কথা। লোকসভা নির্বাচনে ওদের মুখের উপর জবাব দিতে হবে। স্পষ্ট বাংলায় বলেন, ‘ভয় পাবেন না। পদ্মফুলে ছাপ দেবেন।’

নাম না করে ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় কেন্দ্রীয় এজেন্সির লোকেরা আক্রান্ত হচ্ছে। টিএমসি-কে এবার তাই সবক শেখাতে হবে।’