ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ১০ উইকেটে দুর্দান্ত জয়। এই জয়ের সুবাদে তরুণ সংঘ অনেকটা এগিয়ে। এক কথায় অপরাজয়ের ধারা অক্ষুণ্ন রেখে তরুণ সংঘ সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। প্রথম ম্যাচে লাল বাহাদুর কে ৩০ রানে এবং তৃতীয় ম্যাচে জুট মিল কোচিং সেন্টার কে ৯৩ রানে হারানোর পর রবিবারে জয় পেয়েছে ১০ উইকেটে মৌচাক কে হারিয়ে। মাঝে অবশ্য চাম্পামুড়া কোচিং সেন্টারের সঙ্গে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছিল। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে সকালে ম্যাচ শুরুতে টস জিতে তরুণ সংঘ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মৌচাক ব্যাটিংয়ের আমন্ত্রণ পেলে কি হবে, চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় দল সাকূল্যে ১৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। তরুণ সংঘের প্রিয়াঙ্কা সাহা সাত রানে একাই ছয়টি উইকেট তুলে নিয়ে মৌচাকের শিবির পুরোটা ভেঙ্গে দেয়। ঝুমকি দেবনাথ ৬ রানে তিনটি এবং সুলক্ষানা রায় বিনা রানে একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে তরুণ সংঘ ১০ বল খেলে কোনও উইকেট না হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে প্রিয়াঙ্কা পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।
2024-04-07

