ডিভাইন কালচারাল হাব আয়োজিত আর্ম রেসলিং প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বেশ উৎসাহ ও উদ্দীপনায় শনিবারে আগরতলায় এক আর্ম রেসলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মূলত: ডিভাইন কালচারাল হাব-এর রামনগরস্থিত সেন্টারের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যাশিত সংখ্যক প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে সিদ্ধার্থ দেববর্মা এবং সিনিয়র বিভাগে জয়দীপ কলই চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে। প্রতিযোগিতা শেষে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ওয়ার্ল্ড বডিবিল্ডিং এন্ড ফিজিক ফেডারেশনের আন্তর্জাতিক জাজ তথা ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তনয় দাস বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। প্রধান অতিথির ভাষণে শ্রীদাস এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করায় আয়োজক সাগ্নিক দেব এবং তার পুরো টিমের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান। উদ্যোক্তাদের ভূয়ষী প্রশংসা করে রাজ্যের সকল স্পোর্টস ইউনিট দের এরকম প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়ারদের উৎসাহিত করার আহবান করেন।