ভোপাল, ৭ এপ্রিল (হি.স.) : ‘বিশ্ব স্বাস্থ্য দিবসে’ মধ্যপ্রদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি রবিবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, “সর্ভে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ঃ। ‘বিশ্ব স্বাস্থ্য দিবসে’ আপনাদের সকলকে শুভেচ্ছা! এই উপলক্ষ্যে আসুন আমরা সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এবং একটি সুস্থ, সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে সংকল্প করি।”
2024-04-07