নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে জনমণে সংশয় ক্রমশ বাড়ছে। ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে ধর্মনগর থানার ১০০ মিটারের মধ্যে কৃষ্ণনাথ লেনে অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্ত বাড়িতে যেভাবে চুরির ঘটনা ঘটলো তাতে হতভাগ ধর্মনগর বাসীরা। বলা যায় ধর্মনগর শহরের নাকের ডগায় কৃষ্ণনাথ লেনে অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্ত তার পরিবারকে নিয়ে বিশেষ কাজে আগরতলা রয়েছেন এই সময় অন্য একজনকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। যাকে বাড়ি দেখাশোনার দায়িত্বে রেখেছেন তিনি প্রতিদিন নিজের স্কুটি বাড়িতে রেখে তালা দিয়ে দরজা বন্ধ করে চলে যান এবং প্রতিদিন সকালে এসে তালা খুলে স্কুটি বের করে নিজের কাজে বের হয়ে যান।
প্রতিদিনকার মতো রবিবার সকালে তালা খুলে স্কুটি নিতে গিয়ে কিছু অসঙ্গতি দেখে উনার সন্দেহ হয়, উনি উনার স্ত্রী সহ আশেপাশের লোককে ডেকে ভাস্কর সেনগুপ্তকে ফোনে জানান। ভাস্কর সেনগুপ্তের নির্দেশ অনুযায়ী ধর্মনগর থানায় খবরা-খবর জানানো হয়। দেখা যায় ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে চোর ঘরে ভেতরে প্রবেশ করে তছনছ করে রেখেছে। তবে বাড়ির মালিক না থাকায় কি পরিমাণ এবং কত ক্ষতি হয়েছে তার মূল্যায়ন দেওয়া সম্ভব হয়নি। এলাকাবাসীসহ প্রত্যেকে এই বাড়িতে চুরি হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে। অবিলম্বে রাত্রিকালীর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি উঠেছে।

