ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সোনামুড়ায় ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট। রাইহান আহমেদ আরমানের অলরাউন্ড পারফরম্যান্স। তাতে জয় পেলো এন সি আই। ৩২ রানে পরাজিত করলো মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত আন্ত: স্কুল ক্রিকেটে। স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে এন সি আই টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেম ৯১ রান করে। দলের পক্ষে রাইহান আহমেদ আরমান ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে শুভপ্রতীক দাস ৭ রানে,দিবাকর দাস ৮ রানে, রাজ দেবনাথ ১১ রানে এবং নীলাশিষ মিদার ১৮ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ৫৯ রান করতে সক্ষম হয় মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল। দলের পক্ষে শুভপ্রতীক দাস ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে।
2024-04-07

