নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৭ এপ্রিল: লোকসভা নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবকটি রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক করা হচ্ছে।
এর অঙ্গ হিসেবে আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠ, সুন্দর এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে জেলার আরক্ষা দপ্তরের উদ্যোগে রবিবার কমলপুর থানার কনফারেন্স হলে মহকুমার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ রাই, কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব সহ কমলপুর, সালেমা ও কচুছড়া থানার ওসি গন।
তাছাড়া, সর্বদলীয় বৈঠকে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস,তিপ্রা মথা,সিপিআই, আমরা বাঙ্গালী, ফরোয়ার্ড ব্লকের মহকুমার নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সর্বদলীয় বৈঠকে বিরোধীরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করেন ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পারে, নির্বাচনোত্তর সন্ত্রাস না হয় তার দিকে লক্ষ্য রাখা, প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা, যেকোন রাজনৈতিক দল আনন্দ করতে গিয়ে শব্দ বাজি যাতে পথচারীদের উপর ফেলে না দেয় এসব বিষয়ের উপর কড়া নজরদারি রাখতে হবে।
সর্বদলীয় বৈঠকে ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী আশ্বাস দিয়ে বলেন, আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট। এরজন্য মহকুমার তিনটি থানা কমলপুর,সালেমা ও কচুছড়া থানার অধীন রাজনৈতিক দল গুলিকে নিয়ে কমলপুর থানার কনফারেন্স হলে সর্বদলীয় বৈঠক আহ্বান করা হয়। ইলেকশন কমিশনের গাইডলাইন অনুসারে অবাদ, নিরপেক্ষ সুষ্ঠভাবে ভোট করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনেছি। উনারা আমাদের সহযোগিতার আশ্বাস দেন। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

