হাইলাকান্দি (অসম) ৬ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলায় পোস্টাল ব্যালট পেপারে ভোটিং এর স্থান ও তারিখ ঘোষণা করেছে জেলা নির্বাচন বিভাগের পোস্টাল ব্যালট পেপার সেল ।পোস্টাল ব্যালট পেপার সেলের অফিসার ইনচার্জ অমিত পারভোসা শনিবার পোস্টাল ব্যালট পেপার ভোটিং এর স্থান ও তারিখ ঘোষণা করে জানান, হাইলাকান্দি জেলায় ভোটের কাজে নিয়োজিত পোলিং পার্সোনালরা ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত এস এস কলেজের গ্রাউন্ড ফ্লোরে ভোটদান করবেন।
অপরদিকে বিভিন্ন জরুরি পরিষেবার কাজে নিয়োজিত ( এভিইএস) কর্মীরা ১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ডি সি অফিসের পাবলিক ফেসিলিয়েশন সেন্টারে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাছাড়া ইলেকশন ডিউটির কাজে নিয়োজিত ভোটাররা প্রথম পর্যায়ে আগামী ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ডিসি অফিসের গ্রাউন্ড ফ্লোরে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে ১৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত (এইচ পি সি) এবং ২১ এপ্রিল থেকে ২৫ পর্যন্ত (অন্য পি সি স দ্বিতীয় পর্যায়) এবং ২ মে থেকে ৬ মে পর্যন্ত তৃতীয় পর্যায়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অপরদিকে পুলিশ পার্সোনাল রা পুলিশ রিজার্ভে পোস্টাল ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন । পুলিশ কর্মীরা প্রথম পর্যায়ে ১৪ ও ১৫ এপ্রিল, দ্বিতীয় পর্যায়ে ১৫ এপ্রিল থেকে ২২ এপ্রিল এবং তৃতীয় পর্যায়ে ২ ও ৩ মে পুলিশ রিজার্ভে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।