BRAKING NEWS

দুর্যোগের সময় কোথায় মোদী কি গ্যারান্টি? জলপাইগুড়ির ঝড়ে আক্রান্তদের প্রশ্ন মমতার

জলপাইগুড়ি, ৫ এপ্রিল (হি.স) : মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিধ্বংসী ঝড়ের পরেই আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন এবং তাঁদের যা প্রয়োজন, তা যাতে দ্রুত মেটানো হয়, সেটা নিশ্চিত করেন। অন্যদিকে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী, যিনি আবারও প্রমাণ করে দিলেন যে, বাংলার মানুষের প্রতি তাঁর কোনও সমবেদনা নেই। তার উদাহরণস্বরূপ, এক বিরাট প্রাকৃতিক দুর্যোগ ঘটে যাওয়ার পরেও, শত-শত মানুষ প্রভাবিত হওয়ার পরেও, প্রধানমন্ত্রী তাঁর জনসভার মঞ্চ থেকে সেই আক্রান্তদের কথা অথবা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কথা একবারের জন্যও উচ্চারণ করেননি। আজ সেই বিষয় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সময়ের বা প্রতিকূল আবহাওয়ার তোয়াক্কা না করে স্বয়ং ছুটে গিয়েছিলেন মানুষের সেবায়।

শুক্রবার সেই জলপাইগুড়িতে বক্তব্য রাখবার সময়, তৃণমূলের সভানেত্রী বলেন, “এখানে প্রধানমন্ত্রী এলেন গতকাল। তিনি অনেক বিরোধিতা করেছেন কিন্তু জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি। আলিপুরদুয়ারের মানুষগুলো এতো বিপদে আছে, একবারও বলেননি। কোথায় গেলো তখন মোদী কি গ্যারান্টি? তিনি ভুলেই গেছিলেন কথাগুলো বলতে, জায়গা ছিল না বলার।” মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করে বলেন, কীভাবে এই বিজেপি নেতারা শুধু সোশ্যাল মিডিয়াতে সমবেদনা জানাতে আগ্রহী। তিনি বলেন, “টুইট তো পার্টি থেকে করে দিয়েছিলো তাদের। আর আমি, নিজে স্বয়ং সেখানে উপস্থিত হয়েছি।” মাননীয়া সভানেত্রী প্রশ্ন তুলেছেন কেন বিজেপি রাজনৈতিক স্বার্থসিদ্ধির কথা ভাবেন যেখানে দুর্যোগের পর কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আমাদের তিন প্রার্থী ভোটের প্রচার স্থগিত রেখে আগে আক্রান্তদের কাছে ছুটে যান। তাঁদের পাশে দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে, বলেন, “মানুষের দুর্যোগের ও দুর্ভোগের সময় তারা কোথায়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *