নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ এপ্রিল: বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সাইকম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে। তারা ভোক্তাদের নিয়মিত পরিষেবা প্রদানে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা সময় সময় তাদের কৌশল পরিবর্তন করে চলেছে বলেও ভোক্তাদের তরফে অভিযোগ।
ধাতুছড়া এলাকায় বিদ্যুতের সমস্যা নিয়ে এলাকাবাসীরা কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীরা জানায়, গত ছয়দিন ধরে ওই এলাকার সম্পূর্ণরূপে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। এলাকাবাসীরা কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পর উনারা যাচ্ছি ,যাব বলে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এলাকাবাসীরা একত্রিত হয়ে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে আসলে অফিসে থাকা কর্মীরা বলে আধ ঘন্টার ভেতরে তোমাদের এলাকায় বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক হবে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেলেও ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক হয় নি।
শুক্রবার সকাল বেলা এলাকাবাসীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী। অন্যদিকে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা জানায় যে ধাতুছড়া এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। সাই কম্পিউটার সংস্থার দাবি অনেকেই বিদ্যুতের বিল সময়মতো মিটিয়ে না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে। অবশ্য বিষয়টি নিয়ে ভোক্তা এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার মধ্যে রীতিমতো বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

