চুরু, ৫ এপ্রিল (হি. স.): লোকসভা নির্বাচনের আগে প্রায় গোটা দেশ জুড়ে প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার লোকসভা ভোটের প্রচারে রাজস্থানে হাজির হন মোদী। রাজস্থানের সেই জনসভা থেকে ফের কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন মোদী।
এদিন নরেন্দ্র মোদী বলেন, তিনি জানতে পেরেছেন যে, সম্প্রতি কংগ্রেস একটি অ্যাডভাইসরি জারি করেছে, যেখানে অযোধ্যার রাম মন্দির নিয়ে আলোচনা হলে, সেখানে যেন কংগ্রেসের কর্মী, সমর্থকরা যেন অংশ না নেন। জনসভা থেকেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদী।