তুফানগঞ্জ, ৫ এপ্রিল (হি. স.) : ‘ওঁরা এক গুন্ডাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছে’। শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জের সভায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে এইভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি এদিন শীতলকুচির প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘শীতলকুচিতে পাঁচ জনকে গুলি করে মেরেছে। যাঁর নির্দেশে গুলি চলেছে, তাঁকেই (দেবাশিস ধর) বীরভূমে প্রার্থী করেছে বিজেপি।’
এদিন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘অনেকের চাকরি খেয়েছেন। এবার জনগণের আদালতে আপনার বিচার হবে।’ এদিন সিএএ, এনআরসি নিয়ে ফের একবার সরব হন মমতা। বলেন, ‘সিএএ-তে আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন’।