BRAKING NEWS

নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগে ব্রাত্যকে মন্ত্রীসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের

কলকাতা, ৪ এপ্রিল (হি. স.) : নির্বাচনি আচরণ বিধিভঙ্গের অভিযোগে মন্ত্রীসভা থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ব্রাত্যকে অপসারণের সুপারিশ করেছেন রাজ্যপাল। কয়েকদিন আগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন (ওয়েবকুপা)-র রাজ্য কনভেনশন আয়োজিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য।

অভিযোগ, সম্মলনে সভাপতি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক বিষয়েও আলোচনা করেন মন্ত্রী। বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা। কংগ্রেস ও বিজেপির তরফে বিষয়টি নিয়ে নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। এনিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিরোধীরা। রাজভবন সূত্রের খবর, সেই প্রেক্ষিতেই ব্রাত্যকে মন্ত্রীসভা থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। অন্যদিকে, এবিষয়ে ব্রাত্য বসু বলেছেন, ‘এটা হাস্যকর নির্দেশ। বিধিভঙ্গ করলে নির্বাচন কমিশন দেখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *