কলকাতা, ৩ এপ্রিল (হি. স.): নির্বাচনী বিধিভঙ্গ করে সাধারণ ভোটারদের টাকার লোভ দেখাচ্ছে তৃণমূল। মঙ্গলবার বঙ্গ সিপিএমের তরফে এমনটাই অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে। সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য শমীক লাহিড়ী নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে এই অভিযোগ তুলেছেন।
অভিযোগ, মূলত অডিয়ো বিজ্ঞাপনের মাধ্যমে তৃণমূল সরকারি কোষাগারের সুবিধা ব্যবহার করে ভোটারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছে। এরই ভিত্তিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে পাঠানো চিঠিতে শমীক লাহিড়ী লিখেছেন, “আমরা আপনার নজরে আনতে চাই যে, এআইটিসি সম্প্রতি পশ্চিমবঙ্গ এলাকার সমস্ত রেডিয়ো চ্যানেলে একটি বিজ্ঞাপন প্রচার করছে। প্রাক্তন সাংসদ এবং এআইটিসি-র সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই বিজ্ঞাপনে বক্তব্য পেশ করছেন। তাতে তিনি বলছেন, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন তাহলে কারও কাছে হাত পাততে হবে না । আগামী ছ’মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবেন ৷” সরকারি কোষাগারের সুবিধা ব্যবহার করে ভোটারদের মধ্যে কত টাকা বিতরণ করা হবে তা স্পষ্টভাবে এই বিজ্ঞাপনে নির্দেশ করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি ভোটারকে কোনও প্রলোভন, আর্থিক বা অন্য কোনও প্রস্তাব দিতে পারে না ।
এরপরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে শমীক বলেন, নির্বাচন কমিশনের অনুমতির ভিত্তিতেই বিজ্ঞাপনের মাধ্যমে টাকার প্রলোভন দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনের ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি’ দ্বারা এই ধরনের বিজ্ঞাপন কীভাবে প্রত্যয়িত হয় ? আমরা আপনাকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।” এই অভিযোগপত্রের সঙ্গে অডিয়ো বিজ্ঞাপনটিও কমিশনে পাঠিয়েছে সিপিএম ।