সমীরণ চক্রবর্তী টি-২০ : চলমানকে হারিয়ে লীগ অভিযান শুরু সংহতির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টি-২০ ক্লাব লীগের আসর শুরু। প্রথম ম্যাচে জয়ের স্বাদটায় আলাদা। ‌চলমানের বাঁধা টপকে জয় দিয়ে টি ২০ আসর শুরু করলো সংহতি ক্লাব। পিটিএ গ্রাউন্ডে মঙ্গলবার সংহতি ক্লাব মুখোমুখি হয় চলমান সংঘের। ম্যাচে সংহতি দল ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো চলমান সংঘকে। টস জিতে সংহতি শিবির প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করার সুযোগটাকে মোটামুটি কাজে লাগায় চলমানের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে চলমানের স্কোর দাঁড়ায় ১০১ রানে। ব্যাটে চলমানের পক্ষে রাহুল হোসেন ২১, রঞ্জিত দেববর্মা ১৮, কৃষ্ণ কমল আচার্য ১৬, সোমেন মহান্তি ১৭ রান করে। অতিরিক্ত থেকে ১২ রান পায় দল। বোলিংয়ে সংহতির পক্ষে সঞ্জয় মজুমদার ৩ টি উইকেট পান। এছাড়া, ২ টি করে উইকেট নেয় অমরেশ দাস ও চিরঞ্জিত পাল। দুর্দান্ত চার চারটি ক্যাচ ধরেন উইকেট রক্ষক জয়দ্বীপ বনিক। জয়ের জন্য সংহতির সামনে টার্গেট দাঁড়ায় ১০২ রানের। যাকে পাল্টা খেলতে নেমে দল ১৮.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় সংহতি ক্লাব। বিজয়ী দলের হয়ে ব্যাট হাতে জয়দীপ বণিক ৩০, সম্রাট সূত্রধর ৩৪, শ্রীদাম পাল ১৮, সপ্তজিত দাস ১৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হয়। বোলিংয়ে চলমান সংঘের পক্ষে একটি করে উইকেট নেয় কৃষ্ণধন নমঃ, দ্বিপায়ন দাস ও সহেল দেববর্মারা। উল্লেখ্য ফিল্ডিং এবং ব্যাটিং, দারুন পারফরম্যান্সের সৌজন্যে জয়দীপ বণিক কে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব দেওয়া হয়।