অনুপস্থিত প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ

করিমগঞ্জ (অসম) ২ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জে যে সমস্ত প্রিসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসার নির্ধারিত সময়ে ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেননি তাদের জন্য পুনরায় প্রশিক্ষণ গ্রহণের সময়সূচি ঘোষণা করেছেন জেলা নির্বাচন আধিকারিক। এক নির্দেশিকায় জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, গত ২৮ মার্চ যে সমস্ত প্রিসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসার ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণের দিন অনুপস্থিত ছিলেন তারা পুনরায় আগামী ৪ এপ্রিল সকাল ১০টা থেকে রবীন্দ্রসদন মহিলা কলেজ প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। তাছাড়াও জেলা আয়ুক্ত কার্যালয়ের নিম্ন তলায় ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত একটি প্রশিক্ষণ কেন্দ্র সক্রিয় রয়েছে। এখান থেকেও প্রশিক্ষণ গ্রহণ করা যেতে পারে।