BRAKING NEWS

ভোটের মুখে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত, গোপন অভিযানে আটক দালাল সহ ৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল: মডেল কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে। তবু থেমে নেই অবৈধ অনুপ্রবেশ। মানবপ্রচার চক্র বিরোধী অভিযানে দালাল সহ গ্রেপ্তার করা হয়েছে ২ বাংলাদেশী নাগরিককে।  বামুটিয়া ফাঁড়ি ও লেফুঙ্গা থানার পুলিশ তাদের আটক করা হয়েছে।

বামুটিয়া এলাকার মানব পাচার চক্রের অন্যতম এক দালাল তালতলার বিমান কিশোর গুপ্তা ওরফে ভুট্টু, তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

ঘটনার বিবরনে প্রকাশ, সোমবার গভীর রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা বাজার সংলগ্ন এলাকা থেকে বিমান কিশোর গুপ্তা(ভুট্টোর) বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে দালাল ভুট্টু সহ ২ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন বিশাল পুলিশ বাহিনী ও টি এস আর বাহিনীর জওয়ানরা।

মঙ্গলবার লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আজকেই তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।মামলা নম্বর ১৮ /২০২৪। প্রথম বারের মতো কোনো মানব প্রচার চক্রের এক অন্যতম দালাল বিমান কিশোর গুপ্তা উফরে ভুট্টুকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। এই চক্রের মূল পান্ডাদের জালে তুলতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *