আরবিআই-এর বিবর্তন ভারতীয় অর্থনীতির বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত : শক্তিকান্ত দাস

মুম্বই, ১ এপ্রিল (হি.স.): একটি প্রতিষ্ঠান হিসাবে আরবিআই-এর বিবর্তন ভারতীয় অর্থনীতির বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। বললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। সোমবার মুম্বইয়ে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, “একটি কেন্দ্রীয় ব্যাঙ্ক হওয়া থেকে প্রাথমিকভাবে পরিকল্পনার সময় দুষ্প্রাপ্য সম্পদের বরাদ্দ নিয়ে, আরবিআই বাজার অর্থনীতির জন্য একটি সক্ষমকারী হিসাবে রূপান্তরিত হয়েছে।”

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, “বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনের পরিপ্রেক্ষিতে, রিজার্ভ ব্যাঙ্ক ক্রমাগত উদীয়মান প্রবণতাগুলিকে মূল্যায়ন করছে এবং পরিবর্তিত সময়ের সঙ্গে সুসংগত থাকার জন্য প্রয়োজনীয় নীতিগত ব্যবস্থা গ্রহণ করছে।” শক্তিকান্ত দাস বলেছেন, “কোভিড -১৯ মহামারী এবং চলমান ভূ-রাজনীতির বৈরিতা ভারত-সহ বিশ্বের প্রতিটি অর্থনীতির স্থিতিস্থাপকতা পরীক্ষা করেছে৷ এটা সন্তুষ্টির বিষয় যে, এখন আমাদের জিডিপি প্রবৃদ্ধি শক্তিশালী, মুদ্রাস্ফীতি কমছে, আর্থিক সেক্টর স্থিতিশীল, বাহ্যিক সেক্টর স্থিতিস্থাপক এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের জন্য উচ্চ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *