শ্রীমতী শেফালী শারন প্রেস ইনফর্মেশন ব্যুরোর প্রিন্সিপল ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন

নয়াদিল্লি, ০১, এপ্রিল : শ্রী মনীশ দেশাই রবিবার অবসর গ্রহণ করার পর শ্রীমতী শেফালী শারন প্রেস ইনফর্মেশন ব্যুরো-র প্রিন্সিপল ডিরেক্টর জেনারেল হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন। শ্রীমতী শারন ইন্ডিয়ান ইনফর্মেশন সার্ভিস-এর ১৯৯০-এর ব্যাচের একজন আধিকারিক।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তাঁর বিস্তারিত কর্মজীবনে তিনি  প্রেস ইনফর্মেশন ব্যুরোর  একজন  আধিকারিক হিসেবে  বিভিন্ন মন্ত্রকের, যেমন অর্থ মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, তর্থ ও সম্প্রচার মন্ত্রকের, সংবাদ মাধ্যমের প্রচার সংক্রান্ত কাজকর্ম ক্যাডার পর্যায়ের পদের দায়িত্ব বিস্তারিতভাবে দেখাশোনা করেছেনএ ছাড়াও তিনি ভারতের নির্বাচন কমিশনএর মুখপাত্র হিসেবে কর্মভার পালন করেছেন।

সেই সংগে তিনি স্বাস্থ্য মন্ত্রকে অধিকর্তা হিসেবে সেন্ট্রাল স্টাফারিং স্কিম ডেপুটেশন-এ (ঔষধ শিল্পের চিরাচরিত পদ্ধতি/আয়ুষ দপ্তর, ২০০২ থেকে ২০০৭) এবং অর্থ মন্ত্রকে (অর্থনীতি বিষয়ক দপ্তর, ২০১৩ থেকে ২০১৭) দায়িত্ব সামলেছেন। পাশাপাশি তিনি (তথ্য ও সম্প্রচার মন্ত্রকে তথ্য সংক্রান্ত নীতি, ২০০০ থেকে ২০০২) ওএসডি হিসেবে  ক্যাডার পদে কাজ করেছেন। অন্যদিকে ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত লোকসভার সচিবালয়ে এলএসটিভিতে তিনি প্রশাসন ও অর্থনীতি অধিকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শ্রীমতী শারন দায়িত্বভার গ্রহণ করার সময় প্রেস ইনফর্মেশন ব্যুরো-র বরিষ্ঠ আধিকারিকরা তাঁকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *