বিলোনিয়া,১ এপ্রিল : শাসক বিজেপি দলের সাথে টক্কর দিতে নির্বাচনী ময়দানে ইন্ডিয়া ব্লকের মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী আশীষ কুমার সাহা।বিনা যুদ্ধে সূচাগ্র জমি নাহি দেব , এই দৃঢ় প্রত্যয় নিয়ে দাপিয়ে চষে বেড়াচ্ছেন প্রার্থী।
ইন্ডিয়া ব্লকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপি,আইপিএফটি ও তিপ্রা মথা দলের জোট প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব । এই দিকে নির্বাচনী লড়াইয়ে বিপ্লব কুমার দেবকে পরাস্ত করতে অবিজেপি নেতাকর্মীরা নেমে পড়েছে মাঠে ঘাটে। ইন্ডিয়া ব্লকের প্রার্থীর সমর্থনে ভোটারদের কাছে গিয়ে, ভোটের আবেদন করতেও দেখা গিয়েছে বামপন্থী সহ কংগ্রেসের নেতা কর্মীদের। ইন্ডিয়া ব্লকের প্রার্থীর সমর্থনে বাম কংগ্রেস একসাথে নির্বাচনী প্রচারের মিছিল মিটিং সভা চলছে বিলোনিয়া জুড়ে।
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশীষ কুমার সাহা বিলোনিয়া শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে নেমে ভোটের আবেদন জানিয়েছেন বিলোনিয়াবাসীর কাছে। সোমবার সকাল থেকে শুরু হয় নির্বাচনী প্রচার। সাথে ছিলেন বাম কংগ্রেস নেতা কর্মীরা। এদিন প্রথমে সকাল ৮ টায় বনকর নদীর উত্তর পারে পথসভা দিয়ে শুরু হয় এই দিনে নির্বাচনে কর্মসূচি,এরপর হুটখোলা গাড়িতে রোড শো করে বিলোনিয়া শহর পরিক্রমা করেন এক নং টিলাতে হয় পথসভা, পরক্ষণে সেখান থেকে রোড শো করে আর্য কলোনীতে হয় পুনরায় অনুরূপ পথসভা।
এ দিনের পথ সভা এবং রোড শোতে প্রার্থী আশীষ কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর বিলোনিয়ার দুই বিধায়ক দীপঙ্কর সেন অশোক মিত্র সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার মহকুমা সম্পাদক তাপস দত্ত, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার সহ সিপিআইএম এবং কংগ্রেস দলের নেতৃত্বে এবং কর্মী সমর্থকরা।

